Main Menu

সরাইলে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন

+100%-

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে র্সূযের হাসি ক্লিনিক নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন করেছে। গত কাল মঙ্গল বার সকালে কালিকচ্ছ এলাকায় র্সূযের হাসি ক্লিনিকে এ অনুষ্টানের আয়োজন করা হয় । অনুষ্ঠিত সভায়  বক্তারা বলেন, এদেশে এখনো প্রতি এক লাখে জীবিত শিশু জন্ম দিতে গিয়ে ১৯৪ জন মা মারা যায় বিভিন্ন জাটলতা কারণে । র্গভবস্থায় কমপক্ষেন ৪ বার চেক-আপ,সেবাকেন্দ্রে সন্তান প্রসব,প্রশিক্ষন প্রাপ্ত সেবা প্রধানকারীর সাহায্যে সন্তান প্রসব ও প্রসব পরর্বতী সেবা গ্রহন এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টি মাতৃত্ব মৃত্যুর হার কমাতে সহায়কহবে। এ বিষয়ে র্গভবতী মায়ের স্বামীর ভূমিকা বিশেষ গুরুত্বর্পুন । তাই স্বামীকে তার স্ত্রীকে সাথে নিয়ে ক্লিনিকে আসতে উৎসাহিত করতে এবং স্বামীর র্সাবিক দায়িত্ব পালনের বিষয়ে সচেতন করতে র্সূযের হাসি ক্লিনিক সেবা নিতে বলেন। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত চিলেন মোঃ শফিকুল ইসলাম ,  বিশেষ  মোঃ ফারুক মিয়া , ক্লিনিকের র্কমর্কতারা শেখ জাদীদা শারমীন,নাজমা আক্তার, শাহনেয়াজ বেগম, হোনেজামান তামান্না, নবী হোসেন , সোহাগ লস্কর, মিলন রানী দেবনাথ, হোমেরা বেগম, রহিমা বেগম, হাবিবুর রহমান, রানীমালাকার , ও ইব্রহিম প্রমূখ । সামসুদ্দিন মৃধা  পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ক্লিনিক ম্যানেজার সফিল উদ্দিন






Shares