সরাইলে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা এ.সি. একাডেমীর মাঠে খেলাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ হয়েছে । এ নিয়ে এলাকায় টানা টান উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, বুধবার সকালে সরাইল উপজেলার চুন্টা এ.সি. একাডেমীর মাঠে খেলাকে কেন্দ্র করে উজ্জল (১৭) ও পিন্টু (১৪) নামের দুই ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টিকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সকাল ১০টায় সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। টানা দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
সরাইল থানার থানার পুলিশ পরিদর্শক (ওসি) উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে জানান, ‘সংঘর্ষের ঘটনায় এখনো মামলা হয়নি।’