Main Menu

সরাইলে হরতাল পালিত

+100%-

সরাইল প্রতিনিধি : বিএনপির ডাকা গতকাল মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতস্ফুর্ত ভাবে পালিত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে কোন প্রকার যানবাহন চলাচল করতে দেখা যায়নি বেলা বারার সাখে সাথে দুপুরের পর থেকে হালকা কিছু যান উপজেলা সদরে চলতে দেখা গেছে। হরতাল চলাকালে উপজেলার কোথাও বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সকালে হরতাল সমর্থনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে নেতা-কর্মীরা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে। পরে তার। পরে নেতা-কর্মীরা পথ সভা করেন। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ দলীয় অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথ সভা হয়েছে। এতে স্থানীয় বিএনপিসহ দলীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। খন্ড খন্ড সভায় বিএনপির নেতা-কর্মীরা গণহত্যা বন্ধ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে সরকারের প্রতি আহবান জানান। অন্যতায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পতনের দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা জানান।


Shares