প্রতিনিধি : সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব মোঃ সবুর হোসেন এর গত ২৪ ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত পত্রে তাকে এ সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। সূত্র জানায়, সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম ইকবাল আজাদ হত্যা মামলার দ্বিতীয় আসামি হিসেবে পুলিশের দেওয়া অভিযোগপত্র (চার্জশিট) আদালতে গৃহীত হওয়ায় তার বিরুদ্ধে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২১ অক্টোবর দলীয় কোন্দলের জের ধরে খুন হন ইকবাল আজাদ। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলীসহ ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে। অভিযোগপত্র আদালতে গৃহীত হয়। বর্তমানে রফিক উদ্দিন ঠাকুরসহ আওয়ামী লীগ নেতারা জেলহাজতে রয়েছেন। |