Main Menu

সরাইলে আশার চিকিৎসা সহায়তাও বীমার দাবি প্রদান অনুষ্ঠান

+100%-

প্রেস বিজ্ঞপ্তি ঃ চিকিৎসা সহায়তা ও বীমার দাবি প্রদান অনুষ্টান সোমবার সরাইল আশার ব্রাঞ্চ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আশার ডিস্ট্রিক ম্যানেজার মো: সাজেদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিরেক্টর লিগ্যাল এ্যাফেয়ার্স জনাব  গোলাম মোস্তফা । বিশেষ অতিথি ছিলেন আশার নাসিরনগর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের, আশার সরাইল আঞ্চলিক ব্যবস্থাপক  মোঃ লাল মাহমুদ। সভায় বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জাফর ইমাম ও এ বি এম রফিকুল আলম । অনুষ্ঠানে আশার সদস্যদের চিকিৎসা সহায়তা ও ঋণ বীমা সুবিধা নিশ্চিতকরণের জন্য গঠিত আশা সদস্য সহায়তা তহবিল থেকে  উচালিয়া পাড়া গ্রামের শতদল ভূমিহীন মহিলা সমিতির সদস্যা হেলেনা বেগমকে এপেন্ডিসাইড অপারেশন বাবদ ২০০০ টাকা, কুট্রাপাড়া গ্রামের কামিনী ভূমি হীন মহিলা সমিতির সদস্যা রীনা বেগমকে সিজারিয়ান অপারেশন বাবদ ৩০০০টাকা ও আরিফাইল গ্রামের সুমনা ভূমিহীন মহিলা দলের সদস্যা সাকিলা বেগমকে সিজারিয়ান অপারেশন বাবদ ২০০০ টাকা ও ঋণ বীমা তহবিল থেকে সৈয়দটুলা গ্রামের ভানু স্বামী সৈয়দ আলীকে ঋন বীমা দাবী পরিশোধ বাবদ ২৭৬৪০ টাকা ঋন মওকুফ ও ১৩৪৭৩ টাকার বীমার দাবি প্রদান করা হয়। সভায় আশার ডিস্ট্রিক ম্যানেজার মো: সাজেদুল ইসলাম চৌধুরী জানান, আশা দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ল্েয ১৯৭৮ সাল থেকে কাজ করছে। আশায় বর্তমানে প্রায় ৫০ ল সদস্য সঞ্চয় ও ঋণ কর্মসূচীর আওতায় রয়েছে। “বেসরকারী উন্নয়ন সংস্থা আশা ” ২০১১ সালের ফেব্র“য়ারি থেকে বাংলাদেশের ২০ টি জেলায়  আশার প্রাথমিক শিা শক্তিশালীকরণ কর্মসূচী চালুর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচী চালু করেছে। তাছাড়া আশার সমিতিভুক্ত অসহায় দরিদ্র সদস্যাদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য ২০০২ সালে আশা সদস্য কল্যাণ তহবিল গঠন করে দরিদ্র সদস্যদের মাঝে বীমা দাবী ও চিকিৎসা সহায়তা কার্য্ক্রম চালিয়ে আসছে। 






Shares