Main Menu

সরাইল কালীকচ্ছের চাঁনপুর রাস্তার বেহাল দশা

+100%-

প্রতিনিধি ॥ সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাঁনপুর গ্রামের রাস্তা-ঘাটের বেহাল দশার কারণে এ গ্রামের কয়েক হাজার মানুষের দূর্ভোগ এখন চরমে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখানকার জনপ্রতিনিধিরা এই রাস্তা উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিলেও এর কোন বাস্তবায়ন নেই। এতে গ্রামের বসবাসকারী মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

চাঁনপুর গ্রামের সাত্তার মিয়া, জয়নাল মিয়া, উমেদ আলীসহ অনেকে জানান, এ গ্রামের রাস্তা-ঘাট উন্নয়নে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা নানা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমরা (গ্রামবাসী) এর কোন সুফল পায়নি। ভোটের সময় এগিয়ে এলে তারা গ্রামের উন্নয়নের ব্যাপারে নানা কথা বলেন। পরে এসব ভুলে যান।

তবে গ্রামের একাধিক ব্যক্তি জানান, সম্প্রতি কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পে রাস্তার কাজ করায় গ্রামের লোকদের যাতায়াতের কিছুটা সুবিধা হয়েছে।

গ্রামের ইউপি সদস্য মো. আহসান আলী জানান, গ্রামের বহুবিদ সমস্যা রয়েছে। রাস্তার উন্নয়নে কাজ করা হচ্ছে। তবে চাহিদা অনুযায়ী বরাদ্দ অপ্রতুল। অতি-সম্প্রতি কর্মসংস্থান কর্মসূচির বরাদ্দে গ্রামের শাহপুর এলাকায় রাস্তার কাজ করা হয়েছে। এতে এলাকার মানুষের দূর্ভোগ কিছুটা কেটেছে।

কালীকচ্ছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তকদীর হোসেন বলেন, চাঁনপুর এলাকার রাস্তা-ঘাটের উন্নয়নে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। কর্মসংস্থান কর্মসূচির বরাদ্দে শাহপুর এলাকায় রাস্তায় ভাল কাজ হয়েছে। এতে ওই এলাকার মানুষ খুশী হয়েছেন।






Shares