Main Menu

সরাইল হরতালে পিকেটারের হাতে আহত ৩, গ্রেপ্তার ১

+100%-

সরাইলে হরতালের পক্ষে পিকেটিং কালে পিকেটারদের হামলায়  পিকআপ ভ্যানের এক চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ এক পিকেটারকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরাইল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রহমান ও বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাসাস নেতা নূরুল হাসান আলমের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী গত রোববার সকাল আটটা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় ও বিশ্বরোড মোড়ে মিছিল পিকেটিং করতে থাকে। অপরদিকে সকাল ১০ টার দিকে মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে একটি পিকআপ ভেনকে পিকেটাররা আটক করে ভাঙচুর ও লুটপাট করে। এসময় পিকেটাররা পিকআপ ভ্যানের চালক মাহিদুল ইসলাম (২৫), পন্য সরবরাহকারী স্বজল মিয়া (২৬) ও চালকের সহকারী জীবন মিয়াকে (৩৮) রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে । তারা কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা। পরে গ্রামের লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সাথে সাথে কুট্টপাড়া গ্রামের লোকজন পিকেটারদেরকে ধাওয়া করে হেলাল মিয়া (২৫) নামের এক পিকেটারকে আটক করে গণপিটুনি দেয়। পরে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন এক দল পুলিশ নিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন আটক হেলাল মিয়া পুলিশের জিম্মায় রয়েছে। সরাইল- নাসিরনগর সড়কের হাসপাতাল মোড়ে পিকেটাররা পর পর চার বার সড়ক অবরোধ করার চেষ্টা করে পুলিশি বাঁধার মুখে ব্যর্থ হয়। এ সময় পুলিশ দুই পিকেটারকে আটক করেও ছেড়ে দেয়। ওদিকে হরতালের পক্ষে ছাত্রদলের সাবেক সভাপতি নাজমূল আলম খন্দকার মুন্না ও বর্তমান সম্পাদক আঃ জব্বারের নেতৃত্বে উপজেলা সদরে একটি মিছিল হয়েছে। সকাল থেকে উপজেলা সদরের প্রত্যেকটি গুরুত্ব পূর্ণ স্থানে পুলিশ অবস্থান করছিল।






Shares