Main Menu

সরাইল লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইলে লায়ন্স ক্লাব অব ঢাকা অপরাজিতা ও লিও ক্লাব অব ঢাকা-এর উদ্যোগে উপজেলার দেওড়া গ্রামে দিনভর দরিদ্র অসহায় মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠন মিতালী সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় আজ সোমবার চেয়ারম্যানের কার্যালয়ের সামনে চলে এ সেবা। এ উপলক্ষে আরসি হেড কোয়ার্টারের চেয়ারম্যান আশরাফ হোসেন খানের সঞ্চালনায় চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- ৩১৫/ বি-১ এর জেলা গভর্ণর লায়ন শাহেনা রহমান (এমজেএফ)।

বক্তব্য রাখেন ক্যাবিনেট সেক্রেটারী ফরিদা ইয়াছমিন, প্রথম ২২ জেলা গভর্ণর শরিফা আলী খান (এমজিএফ), দ্বিতীয় ২২ জেলা গভর্ণর মো. লুৎফর রহমান, মিতালীর সভাপতি ও মহিলা কলেজের প্রভাষক মো. মোহাম্মদ মাহবুব খান, লিও’র জেলা সভাপতি ইব্রাহিম চৌধুরী, সহসভাপতি লিও আ: রহিম রাজু।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করাই লায়ন্সের লক্ষ। এ লক্ষেই নিজেদের টাকা খরচ করে মানবসেবা করছেন তারা। প্রতিবন্ধিদের পাশে দাঁড়াচ্ছেন। সমগ্র বাংলাদেশের যেখানে ডাক পাচ্ছেন সেখানেই ছুটে চলেছেন। লায়ন্স হাসপাতালে অসহায় নারী পুরূষের চোখের অপারেশন হচ্ছে বিনামূল্যে। পরে লায়ন্স সদস্য ফারহানা কাদির সুমা ও ফাতেমা কাদির হুমা দু’জন প্রতিবন্ধির হাতে দুটি হুইল চেয়ার তুলে দেন। চেয়ারম্যান ও মিতালীর সভাপতিকে লায়ন্সের ব্যাচ পড়িয়ে দেন শাহেনা রহমান।

একই দিন দুপুরের দিকে তারা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ের রশিদ টাওয়ার সংলগ্ন স্থানে ৫০ জন অসহায় লোকের হাতে খাদ্য সামগ্রি তুলে দেন। এ ছাড়া দু’জনকে সেলাই মেশিন ৫০ ব্যক্তিকে ১টি করে গাছের চারা দেন। দেড় শতাধিক লোকের ব্লাড গ্রূপ ও ডায়াবেটিকস্‌ নিরীক্ষা করেন।






Shares