Main Menu

সরাইল মহিলা কলেজে আলোচনা সভা

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সরাইল মহিলা কলেজ। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সরাইল কেন্দ্রীয় শহিদ মিনারে অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

সকাল ১১টায় কলেজের মিলনায়তনে প্রভাষক নাঈমা তাপসির সঞ্চালনায় অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি মো. আইয়ুব খান। বক্তব্য রাখেন- প্রতিষ্ঠাতা সদস্য ও অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, মো. মাহফুজ আলী, মো. জুলকার নাঈন, ফয়সাল আহমেদ মৃধা দুলাল, এস এম ফরিদ, প্রভাষক মোহাম্মদ মাহবুব খান ও রূহুল আমীন রূবেল ও প্রথম বর্ষের শিক্ষার্থী জৈবুন্নেছা মঞ্জিলা। এ ছাড়া উপস্থিত ছিলেন- প্রভাষক সায়মা খান বণি, ছাকিয়া বেগম, রাবেয়া বেগম, অনন্যা মালাকার ও আরিফুল ইসলাম বিপ্লব। বক্তারা- মহান ভাষা দিবসের ইতিহাস, তাৎপর্য ও গুরূত্ব শিক্ষার্থীদের উদ্যেশ্যে ব্যাখ্যা করে বলেন, আজকের প্রজন্মকে শহিদ দিবস, মুক্তিযুদ্ধসহ প্রত্যেকটি জাতীয় দিবসের মর্মার্থ জানতে হবে। তাদেরকে এসকল দিবসের ইতিহাস জানাতে হবে। আজকের প্রজন্ম জানলেই ভবিষ্যৎ গুরূত্বপূর্ণ এ দিবস গুলোর সঠিক ম্যাসেজ গুলো পাবে। ফলে তারা দেশ প্রেমে উদ্ভুদ্ধ হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের দায়িত্ব পালন করবে।






Shares