Main Menu

সভাপতি আইয়ুব খান, সম্পাদক মাহবুব খান

সরাইল প্রেসক্লাবের নির্বাচন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে মো. আইয়ুব খান (দৈনিক ইনকিলাব) ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুব খান (দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনষ্ঠিত নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান। নির্বাচনে মো. আইয়ুব খানের (০৯) প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন মোহাম্মদ আলী মাষ্টার (সাপ্তাহিক পরগণা) (০৭)। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম এ মুসা (দৈনিক ব্রাহ্মণবাড়িয়া) (১১) ও জুলকার নাঈন (দৈনিক ইত্তেফাক) (১১)। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে সৈয়দ কামরূজ্জামান (দৈনিক সংবাদ), অর্থ সম্পাদক পদে আব্দুল করিম (দৈনিক নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক পদে শেখ মো. ইব্রাহিম (দৈনিক মানবকন্ঠ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে জহিরূল ইসলাম রিপন (দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মাসুদ (দৈনিক খবরও বিজয় টিভি), কার্যনির্বাহী সদস্য পদে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্র মোহন চৌধুরী (দৈনিক সরোদ) ও জেসমিন সুলতানা মুসা (পাক্ষিক বাতায়ন) নির্বাচিত হয়েছেন।

সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ করেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি কামরূজ্জামান আনসারী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা ঠাকুর মেজবাহ উদ্দিন মিজান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাষ্টার ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. মাহফুজ আলী।

পরে এক মুঠোফোন বার্তায় সংরক্ষিত নারী আসনের (৩১২) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। পরে বিকাল ৪টায় বিজয়ী সভাপতি, সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।






Shares