Main Menu

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সামগ্রী বিতরণ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনে থাকা শ্রমহীন মানুষের পাশে দাড়িয়েছে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতৃপক্ষ। শনিবার(২৫ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে ৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নোমান মিয়া। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নোমান মিয়া বলেন, যেহেতু পুষ্টি সপ্তাহ চলছে, সেই সুবাদে স্বাস্থ্য সেবা বিভাগের জন স্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের সৌজন্যে আমরা ৫০টি পরিবারকে পুষ্টি সমৃদ্ধ খাদ্যসামগ্রী বিতরণ করতে পেরেছি। আমি সকলকে বলবো পুষ্টিকর খাবার খেতে, কারণ পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তিনি আরো বলেন, সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না বের হয়।






Shares