Main Menu

সরাইলে মাছের পোনা অবমুক্ত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মৎস্য অদিপ্তরের রাজস্ব বাজেটের আওতায় আজ সোমবার দুপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় উপজেলার কালীকচ্ছ ধমর্থীত হাওরে রুই, কাতলা, মৃগেল ইত্যাদি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এস,এম মোসা, উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মৃদা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তারসহ, বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান জানায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার হাওর এলাকায় ৩১৩ কেজি দেশীয় মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আওতায় রুই, কাতলা, মৃগেল ইত্যাদি পোনা মাছ অবমুক্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এস,এম মোসা বক্ত্যবে বলেন, উমুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করছি।






Shares