Main Menu

সরাইলে পতাকা উড়েনি মার্কেটে

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেননি সরাইল সদরের দুই মার্কেটের ব্যবসায়িরা। মার্কেট ২টি হচ্ছে সরাইল উপজেলা সদরে প্রবেশের প্রধান সড়কের পাশে পাইলট বালিকা বিদ্যালয় মার্কেট ও এর উল্টো পাশের মার্কেট। এছাড়াও এ সড়কের পাশের আরো অনেক ব্যবসায়িই পতাকা উত্তোলন করেননি। কেউ বলেন আজকে তো স্বাধীনতা দিবস নয়। অনেকে বলেন পতাকাটা হারিয়ে গেছে।

সরজমিনে দেখা যায়, গতকাল রোববার মহান শহিদ দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করার বিধান থাকলেও সরাইলের ওই দুই মার্কেট এটা মানছেন না। এর আগেও জাতীয় শোক দিবস ও বিজয় দিবসে এ দুই মার্কেটে পতাকা উড়েনি। সরাইল সদরের জনতা ব্যাংক শাখার পতাকা বরাবরের মত এবারও ক্রুটিপূর্ণ। কালিকচ্ছ বাজারের ভাই ভাই সুপার মার্কেটের দুই ব্যবসা প্রতিষ্ঠান শোকের দিনে পতাকা উত্তোলন করে রেখেছেন পূর্ণভাবে। সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের উপজেলার অনেকেই জাতীয় পতাকার মর্ম অনুধাবন করতে শিখেনি। কোন দিবসে কিভাবে পতাকা উত্তোলন করতে হবে তাও জানেন না। এটা বড়ই দু:খজনক। অত্যন্ত গুরূত্বপূর্ণ এ বিষয়টির প্রতিকারের জন্য প্রশাসনের উদ্যোগ জরূরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, এটা হতে পারে না। খুঁজ খবর নিয়ে উভয় বিষয়েই ব্যবস্থা নিচ্ছি।






Shares