Main Menu

সরাইলে ধান সংগ্রহ অভিযান শুরু

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষকের প্রাণ এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ সোমবার (১১ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভারপ্রপ্ত খাদ্য গুদামে কর্মকর্তা হাফছা হাই, কৃষক রুমোজ আলী প্রমুখ।

ভারপ্রপ্ত খাদ্য গুদামে কর্মকর্তা হাফছা হাই বলেন, আমরা কৃষকের ধান ওজন করে রেখে দিব তাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা দেয়া হবে হাতে হাতে টাকা দেয়ার কোন ব্যাবস্থা নেয় ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নুর আলী বলেন, ধানের প্রতি কেজি ২৬ টাকা । এ ছাড়া কৃষক তাদের পরিস্কার ধান গুদামে দিতে হবে। কৃষক যদি ধান আমাদেরকে আগে সেম্পল দেখায় তাহলে আমরা কৃষকে বলে দিতে পারব । যদি কেহ অভিযোগ করতে চায় তাহলে গুদামে ধান রেখে অভিযোগ করতে হবে। তাহলে আমরা বলতে পারব কেন এধান গুদামে নেয়া যাবে না।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা বলেন , আমরা ধান ক্রয় কার্যক্রম শুরু করেছি এবং সুষ্টভাবে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন হয়েছে। প্রত্যেক কৃষক ২ টন ধান গুদামে দিতে পারবে। যদি কেহ ১ টন দিয়ে আর না দিতে পারে তাহা অতিরিক্ত তালিকা থেকে ধান ক্রয় করতে পারব।






Shares