Main Menu

সরাইলে ‘ধর্মতীর্থ গণহত্যা দিবস’ পালিত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ‘আজ ধর্মতীর্থ গণগত্যা দিবস’ উপলক্ষে আজ রবিবার ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযুদ্ধা অহিদ মিয়া, নান্নু মিয়া। সরাইল টেলিভিশন র্জানালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু আহম্মেদ মৃধা, উপজেলা মৎস্যলীগের সভাপতি দুর্গা চরন দাস প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, ১৯৭১ সালের এই দিনে (১৮ অক্টোবর) ধর্মতীর্থ এলাকায় বর্বর পাকিস্তানি সেনা, রাজাকারসহ তাদের এ দেশীয় সহযোগীরা উপজেলার চুন্টা ও কালীকচ্ছ ইউনিয়নের ৪৬ জন নারী-পুরুষকে একত্র করে নির্যাতন করে গণহত্যা করে। এটি ধর্মতীর্থ গণগত্যা নামে পরিচিত। এলাকার মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের আবেদন পেক্ষিতে গণহত্যা দিবসটি বধ্যভুমিতে রুপ নেয়।






Shares