Main Menu

সরাইলে অধিক সয়াবিন তেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

+100%-
মোহাম্মদ মাসুদ, সরাইল।  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিসমিল্লাহ অয়েল ভান্ডারের গুদামে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার লিটার খোলা সয়াবিন তেল পেয়েছে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম।
অবৈধভাবে তেল মজুত করার অপরাধে এ সময় বিসমিল্লাহ অয়েল ভান্ডারের মালিক মো. রমজান মোল্লাকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের বিকাল বাজারে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় বিসমিল্লাহ অয়েল ভান্ডারে সাড়ে ১১ হাজার লিটার খোলা সয়াবিন তেল পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুত করার দায়ে বিসমিল্লাহ অয়েল ভান্ডারের মালিক রমজান মিয়াকে জরিমানা করে দ্রুত গুদাম খালি করার নির্দেশ দেন। অন্যথায় আবারও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সব তেল জব্দ করবেন বলে তাঁকে হুঁশিয়ারি দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বড় বাজারগুলোয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Shares