Main Menu

ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল স্বাভাবিক, স্বাস্থ্য বিধি মানছেনা কেউ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল স্বাভাবিক, স্বাস্থ্য বিধি মানছেনা কেই । লকডাউনের শেষ দিনে ঢাকা-সিলেট মহাসড়কে স্বাভাবিক ভাবে চলছে যানবাহন ও সাধারণ মানুষ।
আজ বুধবার সকাল থেকে মহাসড়কে দেখা যাচ্ছে সিএজি, অটোরিক্সা, মালবাহি পরিবহন চলাচল করছে স্বাভাবিক ভাবেই। মটরসাইকেল, মাইক্রবাস ও এম্বোলেন্স দিয়ে যাত্রী আনানেয়া করছে। তাছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় । রাস্তায় বিভিন্ন মোড়ে পুলিশ পাহারা দিলেও তাদেরকে ফাকিদিয়ে এ যানবাহন চলাচল করছে । দুরপাল্লার বাস চলাচল করতে তেমন দেখা যায়নি। প্রাইভেট সার্ভিস চলাচল করছে স্বাভাবিক ভাবে।
সরাইল হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম মোটফোনে বলেন, সরকারের র্নিদেশ মোতাবেক ঢাকা-সিলেট মহসড়কে মালবাহি পণ্য এম্বুলেন্স ছাড়া সকল পরিবহন বন্ধ রয়েছেন । কিছু কিছু প্রাইভেট র্সাভিস, সিএনজি, অটোরিক্সা আমাদেরকে ফাকিদিয়ে চলাচল করছে ।






Shares