Main Menu

সড়ক দুর্ঘটনায় ঔষধ  কোম্পানির এরিয়া ম্যানেজারের মৃত্যু

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইলে বাসের চাপায় ল্যাব এইড ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার নিহত হয়েছেন।শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেড়তলায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল মিয়া(৩৫) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রামচরণপুর গ্রামের মো. আইনউদ্দিনের ছেলে।

তিনি সুনামগঞ্জ সদরে ল্যাব এইড ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানিতে এরিয়া ম্যানেজার পদে চাকরি করতেন বলে জানা গেছে।

দুপুর ৩টায় বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজি নিয়ামত জানান, সকালে সিলেট থেকে মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন। যাওয়ার সময় বেড়তলায় অজ্ঞাত একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয় ঘটনাস্থলেই রেজাউল মিয়া নিহত হন।

তিনি আরো বলেন, মরদেহটি সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। তবে ঘাতক বাসটিকে আটক করা যায়নি। তা সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।


Shares