Main Menu

সাংবাদিক তারিকুল ইসলাম দুলাল আহত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বড্ডাপাড়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ীক মোঃ তারিকুল ইসলাম দুলালের পা ভেঙে গেলো সিড়িঁ থেকে পরে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি এ দূর্ঘটনার শিকার হন । ব্রাহ্মণবাড়িয়া পাইক পাড়ায় অবস্থিত মিজান টাওয়ারে ভাড়া বাসা থেকে কর্মস্থল সরাইলে যাওয়ার পথে ৭ম তলা সিঁড়ি থেকে পরে বাম পায়ে মারাত্মক আঘাত পান। অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাহিদুল ইসলাম সাইমন এর সরনাপন্ন হলে তিনি পঙ্গু হাসপাতালের ডাঃ মোঃ আওয়াদ হোসেন সাহেবের নিকট প্রেরণ করেন। সেখানে তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে হাড়ভাংগা নিশ্চিত হয়ে প্লাষ্টার করে ঔষধ লিখে একমাসের বিশ্রাম দেন।


Shares