Main Menu

সরাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবর্নিমিত ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম। শুভেচ্চা বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া ।
বিদ্যালয়ের শিক্ষক আরফাত ঠাকুরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা এমপি, বিশেষ অতিথি সরাইল উপজেলা র্নিবাহী কর্মকর্তা উম্মে ইসরাত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য পায়েল হুসেন মৃধা, মুক্তিযুদ্ধা সাদেক মিয়া, নোয়াগাঁও ইউপি জাতীয়পার্টির আহবায়ক মো. আলীনেওয়াজ, সাংবাদিক জসিম উদ্দিন ও সিরাজ খান প্রমূখ্য।
দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সংকটে শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক অসুবিধা হত।


Shares