Main Menu

সরাইলে ‘রুপসী বাংলা স্পোর্টিং ক্লাব’ কর্তৃক ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’ ২০২০ ফাইনাল

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘রুপসী বাংলা স্পোর্টিং ক্লাব’ কর্তৃক আয়োজিত ‘কালিকচ্ছ ইউনিয়ন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’ ২০২০ এর ফাইনাল ম্যাচ’ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কালিকচ্ছ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
কালিকচ্ছ ইউপি সদস্য হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা নুরুল আমীন মাষ্টার, মজনু মৃধা, যুবদল নেতা সেলিম লস্কর, যুবদল নেতা সারোয়ার মোহাম্মদ আশরাফ সবুজ, ছাত্রদল নেতা মীর ওয়ালিদ ও জেলা নবীন দলের সাধারণ সম্পাদক আকরাম খান প্রমূখ ।
ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন সূর্যকান্দী একাদশ বনাব রুপসী বাংলা একাদশ।এতে খেলায় বিজয়ী হয়েছেন সূর্যকান্দী একাদশ। বিজয়ী’দের হাতে পুরষ্কার তুলে দেন এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্টান পরিচালনা করেন ছাত্রনেতা হোসাইন আজাদ ।


Shares