Main Menu

সরাইলে পরিবর্তন চাই সংগঠনের উদ্যোগে মাক্স ও সাবান বিতরণ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন চাই’র উদ্যোগে মাক্স, সাবান এবং লিফলেট বিতরণ করা হয়।
রোববার বিকালে সরাইল উপজেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে রিক্সা চালকদের হাতে মাক্স এবং সাবান বিতরণ করা হয়। পথচারীদের হাতে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় তারা করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় করনীয় সম্পর্কে পথচারীদের অবগত করেন। তারা বলেন জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর জন্য আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন পরিবর্তন চাই সংগঠনের ইফরান আহমেদ। মুকশেদুল ইসলাম আরিফ, লালন মিয়া, মুরাদ সজিব, দেলোয়ার প্রমুখ।


Shares