সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ১০ মামলার আসামি গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১০ মামলার আসামি মো. মানিক মিয়া(৩১) নামে এক আন্ত:জেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল সদর উপজেলার বেড়তলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। মানিক সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত মীর হোসেন মিয়ার ছেলে।
সরাইল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো. আব্দুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আলিম সংঙ্গীয় ফোস নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে মানিক মিয়াকে প্রেপ্তার করেছে। এসময় তার সাথে থাকা অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। মানিকের কাছ থেকে দেশীয় কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে। মানিক আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। সে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে সরাইল থানায় অস্ত্র ও ডাকাতি সহ ৯টি, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানায় একটি মামলা সহ মোট ১০ টি মামলা রয়েছে।