Main Menu

সরাইলে এড. জিয়াউল হক মৃধা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

+100%-

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে ইউনিয়ন ভিত্তিক এড. জিয়াউল হক মৃধা ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। টুনামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আবু আহম্মদ মৃধার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের বিধান সভার ডেপুটি স্পিকার শ্রী পবিত্র কর।

প্রধান অতিথির বক্তব্যে শ্রী পবিত্র কর বলেন, খেলাধুলার উন্নয়ন ও বিকাশে বাংলাদেশ সরকার ব্যাপক ভ’মিকা রাখছে। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানার অফিসার ইনচার্জ রূপক কুমার সাহা, সরাইল উপজেলা জাতীয় পার্টীও সদস্য সচিব হুমায়ুন কবির, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম মানিক ও কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শরাফত আলী প্রমুখ।

ফাইনাল খেলায় চাকসার প্রভাতী ক্রীড়া চক্রকে হারিয়ে কালিকচ্ছ মরহুম ফয়েজুল হক মৃধা স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিবৃন্দ খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করে।


Shares