Main Menu

সরাইলে আগুনে দোকান ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড় এলাকার একটি মার্কেটে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। ব্যবসাযীদের দাবি, আগুনে প্রায বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ মঙ্গলবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলো হলো , খাবারের হোটেল , ফার্নিসার , লেপ তোসক, কনফেকশনারী, গাড়ির পার্স ও ওয়ার্কসপ।

দোকানদার আ. সামাদ, কুদ্দুস, আলমঙ্গীর জানান, ভোর চারটার দিকে র্মাকেটের ছয়টি দোকানে আগুন লেগেছে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনে।
ব্যবসায়িদের দাবি, আগুন লাগায় এসব দোকানের অন্তত ২০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

বিশ্বরোড হাইওয়ে থানার তদন্ত ওসি মো. মনিরুজ্জামান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর চারটা ফায়ার সার্ভিস কে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছে ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনে ।


Shares