Main Menu

সরাইলে আওয়ামীলীগ নেতার সমাধীতে শ্রদ্ধা নিবেদন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ সাহেবের ১ম মৃত্যু বার্ষিকীতে তার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে প্রয়াত নেতার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়। দোয়া পরান হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান। পরে উনার নিজ বাড়িতে কুলখানি ও সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সরাইল শাখার উদ্যোগে ওই শোক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বাবুল হোসেন। সদস্য ফরিদ মিয়া, বাবুল মিয়া। কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, ছলিম মিয়া, মোঃ মাহবুব, তকদির হোসেন প্রমুখ।


Shares