Main Menu

সরাইলে অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

+100%-

সরাইলে অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি । গতকাল রাত ১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা বাজারে দুটি দোকানে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

এলাকাবাসি জানান, রাতে নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা বাজারে জিলানী ডেকোরেটার ও আহাম্মদ মুদির দোকান দুটি পুড়ে শেষ হয়ে গেছে সবকিছু। হাবিবুর রহমানের দুই ছেলে আহাম্মদ ও নূর আহাম্মদ তাদের দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হওয়ার সাথে তাদের ১৪ বছরের লালিত স্বপ্নও ভেঙে চুরমার হয়ে গেছে।

তাদের তিলে তিলে গড়া এতো বছরের স্বপ্ন শেষ হয়ে গেছে। এছাড়া ব্যাংকের লোন রয়েছে যা পরিশোধ করতে হিমসিম খেতে হবে। তাদের বাপ দাদার হাতে গড়া ব্যাবসা প্রতিষ্ঠান যা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। আগুনে মুহুর্তের মধ্যেই তা ধাউধাউ জ¦লে উঠে। আগুন কোন ভাবেই আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে পৌছে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সব মিলিয়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা।

সরাইল ফায়ার সার্ভিসসের টিম লিডার রিয়াজ মোহাম্মদ ও ওয়ার হাউজ ইনেসপেক্টর সুভল চন্দ্র দেবনাথ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


Shares