Main Menu

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সরাইলে র‌্যালি ও আলোচনা সভা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে “সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এই শ্লোগানকে সামনে উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকার নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, উপজেলা মৎস্য অফিসার মাইমুনা জাহান, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলমগীর হুসাইন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, উপজেলা খাদ্য সরবরাহ (ওসিএলএসডি) অফিসার হাফসা হাই, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মানিক মিয়া ও আইসিটি অফিসার শাকিল আহমেদ প্রমুখ।


Shares