হবিগঞ্জের মাধবপুরে ডাকাতের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শকসহ আহত ৫
হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর এলাকায় ডাকাতদের হামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ বায়েজিদসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় ডাকাতরা মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
পুলিশ জানায়, শুক্রবার রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ বায়েজিদসহ ৫ জন নাছিরনগর এলাকায় একটি ওরসে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে আদাঐর এলাকায় খাসতি নদীর পাড়ে একদল ডাকাত তাদের বহনকারী মাইক্রোবাস আটক করে হামলা চালায়। এতে গাড়িতে থাকায় পুলিশ পরিদর্শকসহ সকলেই আহত হন। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ মালামাল লুট করে নেয় ডাকাতরা। খবর পেয়ে মাধবপুর থানার ওসি মোল্লা মনিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। ডাকাতরা মাইক্রোবাসের চাবি নিয়ে পালিয়ে যাওয়ায় মাধবপুর থানা পুলিশ গাড়ি মেরামত করে দিলে ভোরে আহত পুলিশ পরিদর্শকসহ অন্যান্যরা ব্রাহ্মণবাড়িয়া চলে যান।
ঘটনার পর থেকে ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ বায়েজিদের অফিসিয়াল মোবাইল (০১৭১৩৩৭৩৭৪১) বন্ধ পাওয়া যাচ্ছে।