Main Menu

শিশু পরিবারের শিশুরাই একদিন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে সোনার বাংলা গড়ার নেতৃত্ব দিবে — প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্

+100%-

mcবৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডাস্থ সরকারী শিশু পরিবারে প্রকল্প সমন্বয় পরিষদ ও শহর সমাজসেবা কার্যক্রম এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুকে নিবেদিত অনাথ শিশুদের ছড়া ও কবিতা আবৃত্তি এবং সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোস্তফা মাহমুদ সারওয়ার, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, ব্রাহ্মণবাড়িয়া সরকারী অনার্স কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ হামজা মাহমুদ, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক এস আর এম ওসমান গণি সজীব, ব্রাহ্মণবাড়িয়া সরকারী অনার্স কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এ জেড এম আরিফ হোসেন, রয়ায়ন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবদুল খালেক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন, প্রাণি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোহেল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সরকারী শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক রওশন আরা বেগম। অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এ এস এম শফিকুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন ছিল তা সরকারী শিশু পরিবারের সদস্যরা বাস্তবায়ন করতে পারবে বলে আমার বিশ্বাস। বঙ্গবন্ধু আমাদের মাঝে এখনও মরে যাননি। কারণ কোন মহামানব মরতে পারে না। তাই সরকারী শিশু পরিবারের শিশুরা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে সোনার বাংলা গড়ার নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি। তিনি এ সময় আরো বলেন, জাতির জনক সর্ম্পকে সরকারী শিশু পরিবারের শিশুরা এত কিছু জানে যা অন্য কোন প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানে বলে আমার মনে হয় না।






Shares