যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপনে
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত,ব্যাপক কর্মসূচী গ্রহণ
যথাযোগ্য মর্যাদায়-শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় এ কর্মসূচী নেয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঞার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,সহকারী পুলিশ সুপার সদর দপ্তর আবু সাঈদ,কৃষি সম্প্রসারণের উপপরিচালক আবু নাসের,জেল সুপার মো.নুরুন্নবী,জেলা আওয়ামী লীগ সহসভাপতি মুজিবুর রহমান বাবুল,অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন,প্রেসক্লাব সভাপতি খ আম রশিদুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রাহ,ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড নজরুল ইসলাম,তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মো.মনির হোসেন।
কর্মসূচীর মধ্যে থাকবে ১৫ আগস্ট সকাল ৯ টার মধ্যে শহরের লোকনাথ টেংকের পাড় থেকে শোকর্যালী,জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠান।