Main Menu

আজ পবিত্র শব ই মিরাজ

+100%-

meraz_66082ডেস্ক ২৪:: আজ রাত হল মুসলিম ধর্মীয় জীবনে খুবই গুরত্বপূর্ণ পবিত্র শব ই মিরাজ। ধর্মীয় জ্ঞানী তথা আলেম ও সাহাবীগণের ভাষ্যমতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ৬৮০ খ্রিষ্টাব্দে ৪৩ বছর বয়সে আরবী রজব মাসের ২৭ তারিখ রাতে সশরীরে মক্কা হতে ঐশ্বরিক বাহন বোরাক যোগে উর্ধ্বাকাশে বায়তুল মোকাদ্দাস হয়ে বিভিন্ন কার্যক্রম শেষ করে সৃষ্টিকর্তা মহান আল্লাহ্র দিদার বা সাক্ষাৎ লাভ করেন। এরপর উম্মত মুসলমানদের জন্য ইবাদতের নির্দেশনা ৫০ ওয়াক্ত নামাজ কমিয়ে ৫ ওয়াক্তে সীমাবদ্ধ করে নিয়ে আসেন। যা মুসলিম ধর্মীয় জীবনে প্রাত্যহিক অবশ্য করণীয়। এই তাৎপর্যপূর্ণ রাতটি মুসলিম নারী পুরুষগণ নফল নামাজ জিকিরসহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন। আজ অনেকেই রোজা রাখছেন।

পবিত্র মিরাজ এর তাৎপর্য বর্ণনায় গত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল জামে মসজিদে খতিব হযরত মাওঃ হাজী মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।






Shares