এড. হুমায়ূন কবীরের জীবন ভিত্তিক “ আমার জীবন স্মৃতি” গ্রন্থের মোড়ক উন্মোচন
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,পরিশ্র“ত রাজনীতিবিদ, সমাজসেবক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেছেন, সফল জননেতা এড.হুমায়ূন কবীরের “ আমার জীবন স্মৃতি” গ্রন্থ নতুন প্রজন্মকে দেশেপ্রেমে উজ্জীবিত করবে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট হুমায়ূন কবীর একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সফল রাজনৈতিক ও গণমানুষের নেতা, মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ গঠনে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন তা চির স্মারক হয়ে থাকেব। তিনি যুদ্ধ পরবর্তী সময়ে অনেক দূর্যোগ মোকাবেলা করে মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করেছেন,কঠিন সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান অবস্মরনীয় দৃষ্টান্ত হয়ে আছে। এড. হুমায়ূন কবীর এর জীবন ভিত্তিক গ্রন্থ আমার জীবন স্মৃতিতে যা প্রকাশ পেয়েছে তা তাঁর অবদানের কিছু অংশ।
৪ অক্টোবর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী কিংবদন্তী রাজনীতিবিদ বিশিস্ট শিক্ষানুরাগী সাবেক উপমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য আলহাজ্ব এড. হুমায়ূন কবীরের জীবন ভিত্তিক “ আমার জীবন স্মৃতি” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এড. হুমায়ূন কবীর অসুস্থ হয়েও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে, সত্য প্রকাশে সাহসী দেশপ্রেমিক সৈনিক হিসেবে অনন্য ভূমিকা রাখছেন। দুঃখজনক হলেও সত্যি মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এখনও সঠিকভাবে প্রস্ফুটিত হয়নি, যথাযথভাবে স্বাধীনতার সঠিক ইতিহাস সংরক্ষিত না হওয়ার কারণে ৩ প্রজেন্মের বাংলাদেশে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস পাচ্ছে না, ইতিহাস নানাভাবে বিকৃত হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধীরা নানাভাবে সুযোগ পেয়েছে, ইতিহাসে অনেক ভেজাল ঢুকেছে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অবদান অজানা রয়েছে।
তিনি বলেন, সাধারণ বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছে সেই তুলনায় মূল্যায়িত হয়নি, বীরত্ব অনুযায়ী সাধারণ মুক্তিযোদ্ধাদের খেতার অর্জন হয়নি। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে নানা উদ্যোগ গ্রহন করেছে, এতে বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর- এর মতো বীর যোদ্ধারা যে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের স্বীকৃতি সম্মান পাবে বলে আমি আশাবাদী। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন।
লায়ন্সের সাবেক জেলা গভর্ণর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান, সুলতানপুর ইউপি চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য লায়ন ফিরোজুর রহমান ওলিওর সভাপতিত্বে অনুষ্টানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সোপানুল ইসলাম সোপান।
অনূভূতি ব্যক্ত করেন আলহাজ্ব এড. হুমায়ূন কবীরের সহধর্মীনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের কমান্ডার আলহাজ্ব হারুণ- অর- রশিদ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দৈনিক সমতট বার্তার প্রকাশক ও সম্পাদক মনজুরুল আলম, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিটিভি ও ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ আরজু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক তিতাস কন্ঠের সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, বিজয়নগর উপজেলা আওয়মীলীগের সভাপতি এড. জহিরুল ইসলাম ভূইয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এডঃ মাহবুবুল আলম খোকন, স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার সভাপতি এপিপি আলহাজ্ব এড. মোঃ লোকমান হোসেন, লেখকের পরিবারের পক্ষে উদীয়মান রাজনীতিবিদ আমজাদ হোসেন রণি প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক রুক্কু, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা মোঃ ফারুক মিয়া, রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জায়েদুল হক, ইউনিটের সেক্রেটারী সাবেক ভিপি এডঃ এমদাদুল হক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ. ফ. ম কাউসার এমরান, বিদ্যাকুট ইউপির সাবেক চেয়ার্যান শাহজাহান মোল্লা, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জসীম উদ্দিন বেপারী, মোঃ আনার, বিশিস্ট ঠিকাদার মোঃ বকুল, মোঃ কাসেম মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে অভ্যর্থনা জানান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য মোঃ আশিকুল ইসলাম, শাহজাহান সাজু, মোশাররফ হোসেন বেলাল, মজিবুর রহমান খান।
অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধার গ্রন্থ প্রকাশনার উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংশ্লিস্ট সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন। এ ছাড়া অসুস্থ জননেতা আলহাজ্ব এড. হুমায়ূন কবীরের রোগ মুক্তি, দীর্ঘায়ূ কামনা করেন।