Main Menu

রনদা বিক্রম চৌধুরীর পরলোকগমন ॥ পূজা-ঐক্য পরিষদ ও হিন্দু মহাজোটের শোক

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদ-হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি, রামকৃষ্ণ আশ্রম কমিটি-কালভৈরব মন্দির কমিটি-মেড্ডা শশ্মান কমিটির সাবেক সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আনন্দময়ী কালিবাড়ী ট্রাষ্টি বোর্ডের সদস্য রণদা বিক্রম চৌধুরী ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেন (দিব্যাং লোকং স্বগচ্ছয়েতু)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন হৃদযন্ত্রে স্ট্রোক জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা, স্ত্রী, নাতি-নাতনী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়ার সুশীল সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।


এ ব্যাপারে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার নাগ, সাংগঠনিক সম্পাদক প্রদ্যোৎ নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণতোষ পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পাল, সহ-সভাপতি সুনীল দেব, সুদর্শন সাহা, প্রিয়লাল রায়, জেলা হিন্দু মহাজোটের সভাপতি জয়শঙ্কর চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা সুভাষ চন্দ্র দাস, সব্যসাচী পাল, পরিতোষ পাল প্রমুখ। বিবৃতিতে তারা স্বর্গীয়ের বিদেহী আত্মার সদ্গতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রনদা বিক্রম চৌধুরী মৃত্যুতে হিন্দু সমাজের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ হবার নয়। তিনি সুখে-দুঃখে সকলের পাশেই দাঁড়াতেন।প্রেস রিলিজ