Main Menu

ড্রেনে ময়লা ফেলে পয়নিষ্কানের পানি চলাচলে বাধা সৃষ্টি করবেন না-মেয়র মোঃ হেলাল উদ্দিন।

+100%-

ভাদুঘর ঋৃষি পাড়ায় নব নির্মাণকৃত ড্রেন পরিদর্শন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন পৌরসভার প্রত্যেক এলাকাতেই পয়নিষ্কাশনের পানি নির্গমনের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে। নতুন নতুন ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজ চলমান আছে। অনেক মানুষ পৌরসভার ড্রেনের উপর ময়লা ফেলে। এতে ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়। ময়লা পানি রাস্তায় উপচে পরে। অল্প বৃষ্টিতেই শহরের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তার স্থায়ীত্ব নষ্ট হয় আর সাধারণ মানুষ চলাচলের দূর্ভোগের স্বিকার হয়। পৌর মেয়র গতকাল সকালে ভাদুঘরের ঋৃষি পাড়ায় নব নির্মাণকৃত ড্রেন পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন। তিনি নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা-ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহবান জানান। এসময় পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস রিলিজ






Shares