Main Menu

বঙ্গবন্ধুর স্বপ্ন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে পূরণ হচ্ছে-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী ও

জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে জেলা শ্রমিকলীগের আলোচনা সভা


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে জেলা আওয়ামীলীগের ১৫ দিন ব্যাপী কর্মসূচির দশমতম দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিকলীগের এক আলোচনা সভা গতকাল বিকালে সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গিতাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা কৃষকলীগের সভাপতি, পৌর কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি এড. লোকমান হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস। সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ কাওছার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম এ মালেক। সভা পরিচালনা করেন  সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানু। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোঃ শওকত হোসেন, মোঃ আব্দুস সাত্তার, মোঃ খবির উদ্দিন, বারিন্দ্র নাথ সাহা, নজরুল ইসলাম, আশরাফ খান আশা, জিল্লু মিয়া প্রমুখ। সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা শ্রমিকলীগের সহ সভাপতি আলাউদ্দিন আলাল। সভায় প্রধান অতিথির মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের। শিক্ষিত, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে বাঙ্গালী জাতি বিশ্ব দরবারে মাথাউচু করে দাড়াবে সেই স্বপ্ন নিয়ে তিনি দেশের মানুষের জন্য লড়াই করেছেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করছেন। তিনি বলেন ৭৫এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেই স্বপ্নকে নষ্ট করা চেষ্ট করা হয়েছিল। কিন্তু তার আদর্শকে নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ঘাতকরা সফল হয় নি। মহান আল্লাহ তায়ালার মেহেরবানীতে আজ তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হচ্ছে। তিনি বলেন বর্তমান সরকার বাংলাদেশকে নি¤œ আয়ের দেশে থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধুর আর্দশ ও চেতনার সঠিক বাস্তবায়ন সম্ভব হবে এবং প্রধানমন্ত্রীর মন্ত্রীর মধ্যম আয়ের দেশ গড়ার আন্দলোন সফল হবে। তিনি বলেন শ্রমিকরাই দেশের অর্থনীতি ও রাজনীতির প্রধানতম শক্তি। তাই আওয়ামীলীগ সরকার কে ক্ষমতায় রাখতে দেশের স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির অপতৎপরতা রুখতে শ্রমীকলীগের নেতৃবৃন্দদের কার্যকর ভূমিকা রাখতে হবে। সভায় জেলা আওয়ামীলীগ, অঙ্গ সংগঠনের ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Shares