Main Menu

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের জাতির পিতা শীর্ষক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

+100%-

ডেস্ক ২৪:: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের জাতির পিতা শীর্ষক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ১৫ দিন ব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে গতকাল সোমবার সকাল ১০টায় মুক ও বধির নি¤œ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংঘের আয়োজনে ‘আমাদের জাতির পিতা’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।


এ প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।


অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম দুলাল, মুক ও বধিন নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম ভূইয়া, শিক্ষক মোঃ জসিম উদ্দিন, শাহ পারভীন আক্তার, আব্দুল কাইয়ুম, মোঃ আব্দুল আওয়াল, জাহের আলী, প্রশিক্ষক মশিউর রহমান প্রমুখ। উদ্বোধনী

অনুষ্ঠানে আল মামুন সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশের জন্ম হত না। তাই আমরা বাঙালি জাতি হিসেবে একমাত্র বঙ্গবন্ধুর জন্যই স্বীকৃতি পেয়েছি। আজকের এই দিনে মহান নেতাকে স্মরণ করছি। আমরা জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
প্রতিযোগীতায় শতাধিক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করে।






Shares