Main Menu

ফেন্সিডিল ও ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

+100%-

প্রেস বিজ্ঞপ্তি::ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে অত্র মডেল থানার এসআই/ইশতিয়াক আহমেদ, এসআই/প্রেমধন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। সোহরাব (২৫), পিতা-আফতাব উদ্দিন, মাতা-ফুলবানু, সাং-বেগনাবাজ, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী বর্তমানে কলেজরোড জুয়েলের গ্যারেজ, থান-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ ২। নজরুল মিয়া (২২), পিতা-লেকমত আলী, মাতা-আনোয়ারা বেগম, সাং-ভুবনঘর, নজিম উদ্দিনের বাড়ি, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা বর্তমানে আমলাপাড়া জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদ্বয়কে ০১টি নীল রংয়ের অটোরিক্সার চালকের বসার সিটের নিচে ফিটিং অবস্থায় ৫০ (পঞ্চাশ) বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ অবৈধ মাদক দ্রব্য (ফেন্সিডিল)সহ অত্র থানাধীন রাধিকা বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনীর সামনে কুমিল্লা সিলেট মহাসড়কের উপর থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করা করা হয়েছে।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ সোহাগ রানা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ৩। মনির হোসেন (২৫), পিতা-সোলায়মান, সাং-খাটিহাতা বিশ্বরোড, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ২০(বিশ) পিছ এ্যাম ফিটামিনযুক্ত মাদক দ্রব্য (ইয়াবা) ট্যাবলেটসহ অত্র থানাধীন সুহিলপুর সাকিনস্থ সুহিলপুর গরু বাজারের পূর্বপার্শ্বে থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করা করা হয়েছে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।






Shares