Main Menu

রথযাত্রা উৎসবে মঙ্গলদীপ জ্বেলে বাণাঢ্য আয়োজন শোভাযাত্রা

+100%-

সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসহ শ্রী শ্রী জগন্নাথ দেবের রত যাত্রা মঙ্গল দীপ জেলে গত শনিবার থেকে শুরু হয়েছে। আগামী ২৬ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে। ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসক্ন রথ যাত্রা উপলক্ষে ৯ দিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করেছেন। প্রতি বারের মতো এবারো জেলায় সবচেয়ে বড় রথ যাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যষ্ণ, মহা প্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরোতী কীর্তন, ভাগবদ তথা সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রীমদ্ভাগত গীতা পাঠ ও ধর্মীয় নাটক মঞ্চায়ন সহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রত যাত্রা। ঐদিন দুপুরে মধ্যপাড়া রাধামাদব মন্দির ইসক্নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রতযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে প্রদান অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল-মামুন সরকার,সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি এডঃ মাহাবুবুল আলম খোকন,ব্রাহ্মণবাড়িয়া মডেল  থানার অফিসার ইনর্চাজ আকুল চন্দ্র বিশ্বাস, জেলা  হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণতোষ পাল, সাংগঠনিক সম্পাদক খোকন আর্চায্য, জেলা পুজা পরিষদের সাধারণ সম্পদক এডঃ প্রনদ কুমার দাস উত্তম, জেলা নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব। রাধামাদব মন্দিরের সভাপতি তাপস পাল, অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন ভক্তিবৃক্ষ নামহট্ট সংঙ্গ ইসক্ন,জেলার সাধারণ সম্পাদক প্রবীর দাস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রথযাত্রা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক প্রহ্লাদ পাল। সভা পরিচালনা করেন অধ্যাপক মান বর্ধন পাল। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন মানুষের জন্য ধর্ম। বাংলাদেশ  হচ্ছে সম্প্রতির দেশ এদেশে সকলধর্মের লোকজন নিরবিঘেœ যার যার ধর্ম শান্তিপূর্নভাবে পালন করছে। আমরা অসম্প্রদায়ীক চেতনায় বিশ্বাসী আমাদের মধ্যে কোন বিবেদ নেই। দীর্ঘকাল থেকে আমরা একে অপরের ভাই হিসেবে বসবাস করে আসছি। আগামী দিনে এর ধারাবহিকতা বজায় থাকবে বলে বিশ্বাস করি। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মঙ্গল দীপ জালিয়ে রথযাত্রা উৎসবের উদ্ভোদন করেন। ইসক্নের মন্দির মধ্যপাড়া থেকে এক বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের প্রতিকৃতি সহ বিশাল শোভাযাত্রা বের হয়। উক্ত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দময়ী কালিবাড়ীতে এসে শেষ হয়। এ শোভাযাত্রার সমাপ্তিটানে সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, হিন্দু বৌদ্ধ ঐক পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক পদ্যুৎ নাগ, জেলা নাগরিক কমিটির নেতা বিষ্ণু পদ দেব, জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, জেলা পুজা পরিষদের যুগ্ম সম্পাদক সুভাষ দাস, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত প্রমুখ। পরে রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র পাল সমাপ্তি ঘোষণা করেন।প্রেস রিলিজ






Shares