Main Menu

সদর মডেল থানার মাদক বিরোধী অভিযান : ফেন্সিডিল, এসকফ সহ গ্রেফতার ০৩

+100%-

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ এবং অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এসআই/কাজী মোঃ কামরুল হাসান ও এএসআই/বশির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ গতকাল অভিযান পরিচালনা করে মাদক কুখ্যাত মাদক ব্যসায়ী ১। সোলেমান মিয়া (২৩), পিতা-ইব্রাহিম মিয়া, সাং-রাজাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০৮ বোতল ফেন্সিডিল ও ১০ বোতল আরসিকফসহ অত্র থানাধীন রাধিকা ব্রীজ হতে অনুমান ১৫০ গজ উত্তরে উত্তর জাঙ্গালস্থ মোল্লা হ্যাচারীর প্রবেশ মুখ হতে অনুমান ৫০ গজ উত্তরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়। এছাড়াও  এএসআই/বশির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ আজকে আরেকটি অভিযান পরিচালনা করে মাদক কুখ্যাত ১। মোঃ মনির হোসেন (২৫), পিতা-মোঃ হাবিবুর রহমান, ২। কাউছার মিযা (৪২), পিতা-মৃত আঃ রাজ্জাক ভুইয়া, উভয় সাং-কান্দিপাড়া মাদ্রাসা রোড, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ৩৫ বোতল এসকফ ও ৩০ বোতল আরসিকফসহ অত্র থানাধীন শিমরাইলকান্দিস্থ গাঁও গেরাম রেস্তোরার পূর্বপার্শ্বে তিতাস নদীর পাড় হতে গ্রেফতারপূর্বক তাদের বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ০২টি মাদক মামলা রুজু আসামীগনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি



« (পূর্বের সংবাদ)



Shares