আলহাজ্ব মাওঃ মোঃ রহমত উল্লাহর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক।
পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন, ব্রাহ্মণবাড়িয়ার সুনাধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামীয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব ও সুলতানপুর মাদানী এতিমখানা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা পরিচালক, আলহাজ্ব হযরত মাওলানা মোঃ রহমত উল্লাহর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, মোঃ হেলাল উদ্দিন। বিবৃতিতে তিনি বলেন মাওলানা রহমত উল্লাহ নিজে যেমন একজন ইসলামী শিক্ষায় বিশেষ খ্যাতি অর্জন করেছেন তেমনী ভাবে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সচিব হিসাবে অশংখ্য আলেমে দ্বীন তৈরী করেছেন। ইসলামের প্রকৃত শিক্ষা তিনি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে দেশে বিদেশে ওয়াজ মাহফিল করেছেন। সহজ সরল ভাষায় তিনি মানুষের মাঝে ইসলামী প্রকৃত জ্ঞান বিতরণ করেছেন। একজন ধর্মী নেতা হিসাবে দেশের রাজনৈতিক বিরুপ পরিস্থিতিতেও তিনি ব্রাহ্মণবাড়িয়া আইন শৃংখলা রক্ষায় বিশেষ ভূমিকা রখেছেন। পৌরসভার বিভিন্ন কাজে আমাদের মধ্যে পারস্পারিক যোগাযোগ ছিল। তিনি সব বিষয়ে সঠিক সিধান্ত ও সহনশীল মোনভাব প্রকাশ করতেন। তার মৃত্যুতে আমরা একজন ইসলামী চিন্তাবীদ ও সমাজ সেবককে হারালাম। আমাদের এ ক্ষতি অপূরনীয়। বিবৃতিতে মেয়র মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জেলা বিএনপির শোক : প্রখ্যাত আলেমে দ্বীন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা রহমত উল্লাহ ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও জেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক খোকন। বিবৃতিতে নেতৃবৃন্দ জেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।