Main Menu

ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে জেলার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের ফেনী গমন।

+100%-

লক্ষ্য ইয়াং টাইগার্স বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ জানুয়ারি ফেনী মাঠে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে ব্রাক্ষণবাড়িয়া জেলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দল খেলবে চাঁদপুর জেলার সাথে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত চট্টগ্রামের ৩টি ভেন্যুতে এ খেলাগুলো অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলা দল ২৬ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দল ও ২৮ জানুয়ারি খাগড়াছড়ি জেলা ক্রিকেট দলের মুখোমুখি হবে। টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য বৃহস্পতিবার  ব্রাক্ষণবাড়িয়া স্টেডিয়ামে ১৪ দলের ক্রিকেটারদের দুটি গ্রুপে ভাগ করে দিয়ে আয়োজন করা হয় প্রীতি ম্যাচ।

ব্রাক্ষণবাড়িয়া জেলা কোচ বাকের মোশারফ এবং ম্যানেজার নাজমুল হক সেলিম এর তত্ত্বাবধানে দলটি দীর্ঘ ১০ দিনব্যাপী স্কিল ক্যাম্প সম্পন্ন করেছে। কোচ বাকের মোশারফ দলটি নিয়ে প্রচন্ড আশাবাদী। তিনি বলেন, এ দলটি গতবারেও ভাল খেলেছে।


Shares