Main Menu

হাম-রুবেলা ক্যাম্পেইন সফলে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ব্রিফিং

+100%-

শামীম উন বাছির :আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য ২১তম জাতীয় টিকা দিবস হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলে ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা সদর হাসপাতালের ডাঃ শহীদ মিলন অডিটোরিয়ামে জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাস। বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত হোসেন, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, প্রেস কাবের সহ-সভাপতি আল-আমিন শাহীন। স্বাগত বক্তব্য রাখেন ইপিআই সুপারিনটেন্ড ডাঃ মোঃ আমিনুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, শনিবার জেলার ২ হাজার ৪শ টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১২লাখ ২৮ হাজার ৯শত ৬জন শিশুকে এম.আর টিকা এবং শূণ্য থেকে ৫৯ মাস বয়সী  ৫ লাখ ৪হাজার ৫শত ৬ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে।


Shares