Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার ৩ আসনে আ.লীগ প্রার্থী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী জয়ী

+100%-

 

দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার চার আসনের মধ্যে তিনটিতে

জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী, একটিতে জাতীয় পার্টির প্রার্থী।


নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগ

নেতা র আ ম উবায়দুল

মোকতাদির চৌধুরী

বেসরকারিভাবে নির্বাচিত

হয়েছেন।

রবিবার রাত পৌনে নয়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, মোকতাদির চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৬৮ হাজার ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. উরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৬ হাজার ৭৮৬ ভোট।

এ আসনে ১৬৯ টি কেন্দ্রে মোট ৪ লাখ ৪৫ হাজার ৯৯ জন ভোটারের মধ্যে শতকরা ৬০ ভাগ ভোট পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনে

লাঙ্গল প্রতীক নিয়ে ৩৭ হাজার ৫শ ৮ ভোট পেয়ে

নির্বাচিত হয়েছেন জিয়াউল হক মৃধা। আনারস

প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী

নায়ার কবির পেয়েছেন ৩০ হাজার ৪৬ ভোট।


 

 

 

 

 

 

 

 

 

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী

লীগের প্রার্থী ফায়েজুর রহমান বাদল ১ লাখ ৪০

হাজার ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। লাঙ্গল

প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়

পার্টির প্রার্থী কাজী মামুনুর রশিদ পেয়েছেন ১০

হাজার ৯শ ৩৫ ভোট।উল্লেখ্য, বিভিন্ন ভোটকেন্দ্র

ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ

এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয়

পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী কাজী মামুনুর রশীদ।


 

 

 

 

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছায়েদুল হককে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোয়াজ্জেম হোসেন আহমেদ।

নৌকা প্রতীক নিয়ে ছায়েদুল পেয়েছেন ৬৯ হাজার ৫শ ৭৩ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী রেদোয়ান আহমেদ পেয়েছেন ৭ হাজার ৮শ ৯৪ ভোট।

 

 

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ছয়টি আসনের মধ্যে দুটিতে আওয়ামী লীগের একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় রোববার চারটি আসনে নির্বাচন হয়েছে।






Shares