Main Menu

লুৎফুল হাই সাচ্চুর কবর জিয়ারত করলেন মোকতাদির চৌধুরী এম.পি

+100%-

নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত অ্যাডঃ লুৎফুল হাই সাচ্চুর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মোকতাদির চৌধুরী এম.পি সোহাতা গ্রামে গিয়ে মরহুম লুৎফুল হাই সাচ্চুর কবর জিয়ারত করেন ও প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় দলীয় নেতা-কর্মী, অ্যাডঃ লুৎফুল হাই সাচ্চুর আত্মীয় স্বজন ও সোহাতা গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।


Shares