Main Menu

ব্রাহ্মনবাড়িয়ায় ২১ নং কূপ থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু

+100%-

প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ায় তিতাসের ২১ নং কূপ থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গত বুধবার বিকেল থেকে   শহরতলীর ঘটুরায় তিতাসের ২১ নং কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু। এই কূপ থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হবে।
কূপের প্রকল্প পরিচালক আহমেদ হোসেন বলেন, এ কূপ থেকে পর্যায়ক্রমে প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে। প্রথম দিন ওই কূপ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা হয়।   
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড এর নিজস্ব অর্থায়নে প্রায় দেড়শ’ কোটি টাকা ব্যয়ে গত বছরের ৩ নভেম্বর কূপটির খনন কাজ শুরু হয়। প্রায় এক মাস পর ৮ ডিসেম্বর কূপটির খনন কাজ শেষ হয়। গত ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ওই কূপ থেকে পরীক্ষা মূলকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়।






Shares