Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত মল্লবর্মণের জন্মশতবার্ষিকী উদযাপিত

+100%-

শামীম উন বাছির :

ব্যাপক কর্মসূচীর মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হয়েছে অমর কথাশিল্পী, তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখক ও তিতাস জনপদের শ্রেষ্ঠ সন্তান অদ্বৈত মল্লবর্মণের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে জেলা সাহিত্য একাডেমী ও তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে র‌্যালি-আলোচনা সভা ও অদ্বৈত মল্লবর্মণের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আজ বুধবার সকাল ১০ টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জেলা নাগরিক কমিটির সভাপতি, ভাষা সৈনিক অ্যাডভোকেট আবদুস সামাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। পরে ভাষা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গোকর্ণ ঘাটে অদ্বৈত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্থানীয় সুর স¤্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এটিএম ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আলম, বিশিষ্ট লেখক অধ্যাপক মানবর্দ্ধন পাল, আলী আকবর মজুমদার, কবি আবদুল মান্নান সরকার, প্রেসক্লাব সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।
সাহিত্য একাডেমীর উদ্যোগে সকাল ১০ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। উদ্বোধনের পর অদ্বৈত শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে গোকর্ণঘাটে অদ্বৈতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত হবে অদ্বৈত মল্ল বর্মনের উত্তর ঔপনিবেশিক ভাবনা বিষয়ে সেমিনার। মূলপ্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক শাহাবুব উদ্দিন বাদল। সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেনের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখবেন অধ্যাপক মানবর্দ্ধন পাল ও কবি মহিবুর রহিম।






Shares