খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের ও তার দুর্ণীতিবাজ সন্তানদের বাচাঁতেই আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছেন
সুমন আহমেদ: ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিশিষ্ট লেখক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া আজও স্বপ্ন দেখেন বাংলাদেশ একদিন পাকিস্থান আদলে উগ্র মৌলবাদী রাষ্ট্র হবে। তিনি একাত্তরের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের বাচাঁতে উঠে পড়ে লেগেছেন। এজন্য তিনি প্রতিনিয়ত জ্বালাও-পোড়াও কর্মসূচী দিচ্ছেন। আল-বদর,আল-শামসদের স্বার্থ রক্ষা ও নিজের দুর্ণীতিবাজ সন্তানদের বাচাঁতে আগামী সংসদ নির্বাচণ বানচালের চেষ্টা করছেন। কিন্তু দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। আমি আশা করি বিএনপি-জামাতের নির্বাচন বানচালের সকল অপ-তৎপরতা প্রতিরোধ করবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রিয় জনণ। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে শান্তির জনপদ হিসাবে প্রতিষ্ঠা ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী ৫ জানুয়ারির নির্বাচণে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার বিকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক বিরাট সমাবেশে এ কথা বলেন। আমতলী বাজার প্রাঙ্গণে এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.চাঁন মিয়া। সাবেক ছাত্রনেতা মো.মনির হোসেন এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, তাজ মো.ইয়াছিন, অর্থ সম্পাদক মহসিন মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হালিম শাহ লিল মিয়া, সদর উপজেলা সভাপতি হাবিবুল্লাহ বাহার, জেলা যুবলীগ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, উপজেলা যুবলীগ সদস্য হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহফুজ খান, কৃষকলীগ সভাপতি জয়নাল মেম্বার, যুবলীগ সভাপতি আবু কাউসার, ওয়ার্ড আওয়ালীগ নেতা আলী আহমদ মাষ্টার, ফরিদ মেম্বার, শাহজাহান মেম্বার, ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম সরকার, আওয়ামীলীগ নেতা চৌধুরী আফজাল হোসেন নেসার জেলা যুবলীগ সভাপতি এড.মাহবুবুল আলম খোকন, চেম্বার সদস্য বাবুল মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আবুল কাসেম মাষ্টার,জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ,সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন দুলাল, জেলা যুবলীগ নেতা জাহিদুল ভূঞা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবু নাসের,পৌর যুবলীগ সভাপতি আমজাদ হোসেন রনি,সাধারন সম্পাদক আলামিন সওদাগর, উপজেলা যুবলীগ আহবায়ক আলী আজম, যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন,জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মোমিন মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক তানবীর আখতার,ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক রেজাউল হক, সিনিয়র সহসভাপতি বশির আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন পলাশ।