কালাইশ্রীপাড়া রাস্তা সংষ্কার কাজ উদ্বোধন কালে মেয়র মোঃ হেলাল উদ্দিন
এই শহর আমার আপনার সকলের। আসুন আমরা সবাই মিলে নিজেদের শহর কে সুন্দর ভাবে গড়ে তুলি
মনিরুজ্জামান পলাশ: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, নানা প্রতিকুলতা অতিক্রম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান পৌর পরিষদ এই শহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পৌরবসীর প্রধানতম চাহিদা রাস্তা-ড্রেন নির্মান, সংষ্কার ও পরিষ্কার ও পরিছন্নতা কে প্রধান্য দিয়ে পর্যায়ক্রমে পৌর এলাকার সব স্থানেই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। মেয়র গতকাল সকালে শহরের কালাইশ্রীপাড়ায় রাস্তা সংষ্কার কাজ উদ্বোধন কালে সমবেত সুধীজনের উদ্দেশ্যে উপরক্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্য তিনি আরো বলেন, পৌরসবার রাস্তা-ড্রেণ রক্ষণা-বেক্ষণ ও পরিষ্কার পরিছন্ন রাখতে শহর বাসীকেই কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি আধুনিক শহর গঠনে সকলের প্রতি সহযোগিতার আহবান জানিয়ে বলেন, এই শহর আমার আপনার সকলের। আসুন আমরা সবাই মিলে এই শহর কে ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর ভাবে গড়ে তুলি। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক তাজ মোঃ ইয়াছিন, অর্থ সম্পাদক মোঃ মহসিন মিয়া, পৌর কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকার, সহকারি প্রকৌশলী মোঃ কাওছার আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিজান আনসারী, সাধারণ সম্পাদক অজিত দাস, জেলা আওয়ামীলীগ নেতা স্বপন রায়, বিশিষ্ট ব্যাবসায়ী বাবুল চৌধুরী, বিশিস্ট ব্যাবসায়ী আবুল কালাম, পল্টু, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, ঠিকাদার হাসিব আব্দুল্লাহ সোহেল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে মেয়র হেলাল উদ্দিন, মাটি কেটে রাস্তা সংষ্কার কাজ উদ্বোধন করেন এবং উন্নয়ন কাজের ধারা অব্যাহত রাখতে মহান অল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করেন। উলেক্ষ্য শহরের কালাইশ্রী পাড়া-আনন্দন বাজার ও তৎ সংলঙ্গন বাজার সূমুহের মধ্যে সংযোগ স্থাপন কারি এই জনগুরুত্তপূর্ন এই সড়ক টি সংষ্কার কাজ বাস্তবায়ন করছে মেসার্স নাইমা এন্টার প্রাইজ।