Main Menu

এডভোকেট হারুন-আল-রশিদ ও শ্যামলের বাসভবনে বোমা হামলার প্রতিবাদে কলেজ শাখা ছাত্রদলের ক্ষোভ ও নিন্দা

+100%-

সুমন নূর: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বর্ষীয়ান নেতা এ্যাডঃ হারুন আল রশীদ ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কলেজ চত্বরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজের প্রদান গেইট থেকে বের হয়ে মুল ভবন, প্রাণীবিজ্ঞান ভবন ও এলজিআরডি ভবন এর সম্মুখ প্রদক্ষিণ শেষে কলেজের শহীদ মিনার চত্বরে গিয়ে এক সমাবেশ করে। ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা এর পরিচালনায় উক্ত সমাবেশে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রদল সভাপতি মোঃ সুহেব ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাত হোসেন। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মোঃ তুষার, দপ্তর সম্পাদক ইয়াছিন অর্পব, ছাত্রনেতা শাহীন আলম, আশিকুর রহমান, হিমু, সাফি, জাকারিয়া প্রমুখ। বক্তারা এই রকম নেককারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনি আওতায় আনার জোর দাবী জানান।


Shares